ঢাকা, শনিবার, ১২ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

বোরহানউদ্দিনে ভোটকেন্দ্র স্থগিতের দাবি বিএনপি প্রার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বোরহানউদ্দিনে ভোটকেন্দ্র স্থগিতের দাবি বিএনপি প্রার্থীর

ভোলা: ভোটকেন্দ্র স্থগিত করার দাবি জানিয়েছে ভোলার বোরহানউদ্দিন পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মনিরুজ্জামান কবির।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।



সংবাদ সম্মেলনে অভিযোগ করে মনিরুজ্জামান কবির বলেন, সকাল থেকে পৌর ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডে দলীয় এজেন্ট বের করে দেয় প্রতিপক্ষের সমর্থকরা।

সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই বলেও উল্লেখ করেন তিনি।

তবে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম বলেন, অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচন নিয়ে কোনো অভিযোগ নেই। বিএনপি প্রার্থী দলের কেন্দ্রের নির্দেশে মিথ্যা অভিযোগ তুলেছেন। সকাল থেকেই ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।