ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ব্যালট নিয়ে ভাগলেন চেয়ারম্যান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ব্যালট নিয়ে ভাগলেন চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভুয়াপুর পৌরসভায় একটি কেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাই করে পালিয়েছেন ১নং অর্জুনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পৌরএলাকার ভুয়াপুর মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

 

ভুয়াপুর থানার সহকারী উপ-পরিদর্শক আসলাম উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, আইয়ুব আলী স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ও অর্জুনা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান। ভুয়াপুর পৌরএলাকার মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র মাসুদুল হক মাসুদের নৌকা প্রতীকে ভোট দিচ্ছিলেন।

বিষয়টি টের পেয়ে পুলিশে ভেতরে যেতে চাইলে তিনি ৪৪টি ব্যালট নিয়ে পালিয়ে যান। এ সময় সেখানে উত্তেজনা সৃষ্টি হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ।

ভুয়াপুরে বিএনপির প্রার্থী হচ্ছেন আবদুল খালেক মন্ডল। তবে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থীও রয়েছেন। তারা হলেন আজহারুল ইসলাম ও তারিকুল ইসলাম চঞ্চল।

এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার ১৮ হাজার ৭৭৯ জন। পুরুষ  ৯ হাজার ৪৬১ আর ৯হাজার ৩১৮ নারী। ভোট কেন্দ্রের সংখ্যা ১০টি

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।