ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

নির্বাচন

দিনাজপুরের ৫ পৌরসভা ভোট গণনা চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
দিনাজপুরের ৫ পৌরসভা ভোট গণনা চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুর জেলার পাচঁটি পৌরসভায় সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা।

ভোটগ্রহণ চলাকালে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার পাঁচ পৌরসভা দিনাজপুর, বীরগঞ্জ, ফুলবাড়ী, বিরামপুর ও হাকিমপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

দিনাজপুর রিটার্নিং কর্মকর্তা আবু রায়হান মিয়া বাংলানিউজকে বলেন, সকালের দিকে প্রচণ্ড শীতের কারণে ভোটারদের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যাও বেড়ে যায়। পৌর নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করেন।

ভোটগ্রহণ শেষে এখন গণনার কার্যক্রম চলছে। গণনা হলেই বোঝা যাবে জেলার পাঁচটি পৌরসভার মেয়রের আসনে বসছেন কারা।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এএটি/এসইউজে/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।