ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

নির্বাচন

পৌর নির্বাচন

চৌমুহনীতে ১০ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
চৌমুহনীতে ১০ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

নোয়াখালী: নোয়াখালীর চৌমুহনী পৌরসভায় কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ, বিশৃঙ্খলা, কেন্দ্র দখল, সাংবাদিক লাঞ্ছিত, জাল ভোট প্রদান, ব্যালট বাক্স ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে পৌরসভার ২০টি কেন্দ্রের মধ্যে ১০টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিভিন্ন সময়ে স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা ওইসব কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন।



প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানায়, সকাল সাড়ে ৯টার দিকে চৌমুহনী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের এক নম্বর ভোটকেন্দ্র উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দুই নম্বর ভোটকেন্দ্র উত্তর নাজিরপুর নুরানী মাদ্রাসার আশপাশে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় সংবাদ সংগ্রহ করতে গেলে যমুনা টিভির স্টাফ রিপোর্টার রিয়াজ রায়হান, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরাম সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি তাজুল ইসলাম মানিক ভূঁইয়াসহ ৫ জন সাংবাদিককে লাঞ্ছিত করে বহিরাগত যুবলীগ নেতাকর্মীরা।

কেন্দ্রে মেয়র কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা প্রভাব খাটিয়ে জাল ভোট প্রদান, ককটেল বিস্ফোরণ, কেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

সকাল ১০টার দিকে চৌমুহনী উত্তর নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর নাজিরপুর নুরানী মাদ্রাসা, ১১টার দিকে উত্তর হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১২টার দিকে বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, ১২টার দিকে গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুপুর ১টার দিকে মধ্যম করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরুষ), দক্ষিণ নাজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, দুপুর ২টার দিকে চৌমুহনী সরকারী এসএ কলেজ কেন্দ্র পুরাতন ভবন, বিকেল ৩টায় ৭নম্বর মধ্য করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (মহিলা), চৌমুহনী সরকারি এসএ কলেজ নতুন ভবন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা ও চৌমুহনী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন ভোট প্রদানে অনিয়মের কারণে চৌমুহনী পৌরসভার ১০টি ভোট কেন্দ্রের  ভোট স্থগিতের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

চৌমুহনী পৌরসভায় ৪৬ হাজার ৫৮৩ জন ভোটারের মধ্যে পুরুষ ২৪ হাজার ৪৭২, মহিলা ২২ হাজার ১১১ জন ভোটারের বিপরীতে ৩ জন মেয়র, ৩৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত আসনে ১৬ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫/আপডেটেড ১৭০৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।