ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

মানিকগঞ্জে আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
মানিকগঞ্জে আ’লীগের দুই গ্রুপে সংঘর্ষ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মানিকগঞ্জ: জেলা শহরের পোরড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়া কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছে।

বুধবার (৩০ ডিসেম্বর) দুপুর সোয়া তিনটার দিকে এ সংঘর্ষ শুরু হয়।


 
পৌর শ্রমিক লীগের সভাপতি মোনায়েম খানের নেতৃত্বে নৌকা প্রতীকে প্রকাশ্যে জাল ভোট দেওয়া হচ্ছিলো- এ অভিযোগ করেন বিদ্রোহী প্রার্থী গাজী কামরুল হুদা সেলিমের (নারিকেল গাছ) সমর্থকরা।

অভিযোগের পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিততেই দুই গ্রুপের প্রায় শতাধিক সমর্থক সংঘর্ষ জড়ান। এতে কেন্দ্রটির ভোটগ্রহণও বন্ধ হয়ে যায়। পুলিশের সঙ্গে এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় চলে কর্মী-সমর্থকদের।   

এ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী রমজান আলী (নৌকা) ও গাজী কামরুল হুদা সেলিম (নারিকেল গাছ) প্রতীক নিয়ে একই দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে মেয়র নির্বাচন করছেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এফবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।