ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

সিলেটের তিন পৌরসভায় ভোট গণনা শুরু

নাসির উদ্দিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
সিলেটের তিন পৌরসভায় ভোট গণনা শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: শান্তিপূর্ণ ভাবে ভোটগহণ শেষে সিলেটের তিন পৌরসভায় শুরু হয়েছে ভোট গণনা। এবার ফলাফলের অপেক্ষার পালা।

প্রতিটি পৌরসভায় ৬০ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
 
ভোট চলাকালে জেলার তিন পৌরসভায় (জকিগঞ্জ, কানইঘাট ও গোলাপগঞ্জ) কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে বিকেলে পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিয়েছেন ভোটারা।
 
বিকেল ৪টায় ভোটগ্রহণ বন্ধ হলেও সিলেটের গোলাপগঞ্জে দু’একটি কেন্দ্রে কিছু ভোটারদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

তবে ৪টার পর যারা লাইনে দাঁড়ানো ছিলেন। সেসব ভোটারের ভোট নেওয়া হয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন গোলাপগঞ্জ পৌরসভার রিটার্নিং অফিসার আজিজুল ইসলাম।

তিনি বলেন, বিকেল ৪টা পর্যন্ত এ পৌরসভায় প্রায় ৭৫ শতাংশ ভোট পড়েছে।

এদিকে, জেলার কানাইঘাট পৌরসভায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে ভোটগ্রহণ।

এ পৌরসভার সহকারী রিটার্নিং অফিসার কামাল হোসেন বাংলানিউজকে বলেন, বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। এখন ভোট গণনা চলছে বলে জানান তিনি।

এছাড়া সিলেটের জকিগঞ্জ পৌরসভায় প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন পৌরসভার সহকারী রিটার্নিং অফিসার মো. আল আমিন।

তিনি বলেন, সকাল থেকে কোনো ধরণের বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৪ টার পর থেকে শুরু হয়েছে ভোট গণনা।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।