ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

ছাতক ও জগন্নাথপুরে আ’লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
ছাতক ও জগন্নাথপুরে  আ’লীগ প্রার্থী জয়ী আবুল কালাম চৌধুরী ও আব্দুল মনাফ

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক ও জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীরা জয়ী হয়েছেন।

বুধবার (৩০ ডিসেম্বর) ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা এ ফলাফল ঘোষণা করেন।



ছাতকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম চৌধুরী ১০ হাজার ৭৬০ ভোট পেয়ে  বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল ফোন প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল ওয়াহিদ মজনু পেয়েছেন ৪ হাজার ৭৬২ ভোট।

জগন্নাতপুরে আব্দুল মনাফ ৯ হাজার ৩২৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে রাজু আহমদ পেয়েছেন ৫ হাজার ৬৯১ ভোট।

বুধবার (৩০ ডিসেম্বর) রাত ৯টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ছাতক উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম ও জগন্নাতপুর  উপজেলা রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির।

বাংলাদেশ সময়: ২২২১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।