ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

সিংগাইরে বিএনপির প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৬
সিংগাইরে বিএনপির প্রার্থী জয়ী

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়।

অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয় পেয়েছেন ৬৮৭৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ.লীগের বিদ্রোহী প্রার্থী মীর মো. শাহজাহান জগ প্রতীকে পেয়েছেন ৪৮২৮ ভোট।

বৃহস্পতিবার(০৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার নয়টি ওয়ার্ডে একটানা ভোটগ্রহণ চলে।

সিংগাইর পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী রয়েছেন ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন এবং নারী কাউন্সিলর পদে ৭ জন।

সকালে পৌরসভার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার অভিযোগে পুলিশ দুই যুবককে আটক করে।

সিংগাইর পৌরসভা রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুই/একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।