ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

চৌমুহনীতে ১০ কেন্দ্রের ভোটগ্রহণ চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
চৌমুহনীতে ১০ কেন্দ্রের ভোটগ্রহণ চলছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার স্থগিত ১০ কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।  
 
মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।

সকাল ১০টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছিল। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।  
 
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বাংলানিউজকে বলেন, ১০ কেন্দ্রের প্রত্যেকটিতে ১২ জন পুলিশ সদস্যসহ ২৬ জন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছে।  
 
এছাড়াও পুলিশের পাঁচটি ভ্রাম্যমাণ টিম, চারটি স্ট্রাইকিং ফোর্স, র‌্যাবের পাঁচটি টিম ও দুই প্লাটুন বিজিবি সদস্য টহলে রয়েছে।
 
এর আগে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত চৌমুহনী পৌরসভার নির্বাচনে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, ব্যালট বাক্স ভাঙচুর ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় ২০টি ভোটকেন্দ্রের মধ্যে ১০টির ভোটগ্রহণ স্থগিত করা হয়। স্থগিত হওয়া এসব কেন্দ্রে ভোটার সংখ্যা ২৪ হাজার ৩১০।  
 
১০ কেন্দ্রের ফলাফলে আক্তার হোসেন ফয়সল নৌকা প্রতীক নিয়ে ৭৩২৭ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন হারুন ধানের শীষ প্রতীক নিয়ে ৫৭৯৩ ভোট পেয়েছেন।  
 
বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।