ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

ইউপি নির্বাচন

বরিশালে ৪ হাজার ২১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
বরিশালে ৪ হাজার ২১ প্রার্থীর মনোনয়নপত্র জমা

বরিশাল: উৎসব মুখর পরিবেশে বরিশাল জেলার ১০টি উপজেলার ৮৭ টি ই‌উনিয়নের ৭৪টিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিন পদে ৪ হাজার ১২১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে নির্বাচন অফিস ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য পদের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

 

চেয়ারম্যান পদে মনোনায়নপত্র জমা দেওয়া ৩৮০ প্রার্থীর মধ্যে ২৩৬ জন দলীয় মনোনীত, বাকি ১৪৪ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

সংরক্ষিত সদস্য পদের প্রার্থী হলেন- ৭ হাজার ৯৮ জন। সাধারণ সদস্য পদের প্রার্থীর সংখ্যা ২ হাজার ৮৪৩ জন।

দলীয় প্রতীকে প্রথমবারের মতো অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তাদের প্রার্থী মনোনয়ন দিচ্ছে।

এছাড়া অনেকে স্বতন্ত্র হিসেবেও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জেলা নির্বাচন অফিস স‍ূত্র জানায়, বরিশাল সদর উপজেলার ১০টি, বানারীপাড়ায় ৮টি, উজিরপুরে ৭টি, আগৈলঝাড়ায় ৫টি, গৌরনদীতে ৭টি, বাবুগঞ্জে ৬টি, মেহেন্দীগঞ্জে ৮টি, হিজলায় ৪টি, মুলাদীতে ৬টি এবং বাকেরগঞ্জের ১৩টি ইউনিয়নে প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৬
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।