ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

নির্বাচন

মিঠাপুকুরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৬টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
মিঠাপুকুরে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ৪৬টি

 

 

রংপুর: রংপুরের মিঠাপুকুর উপজেলার ৭টি ইউনিয়নে তৃতীয় দফায় ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল (শনিবার)। নির্বাচনে ৪৬টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসিবে চিহ্নিত করেছেন উপজেলার নির্বাচন কর্মকর্তারা।

শুক্রবার (২২ এপ্রিল) কেন্দ্রগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে বলে জানান উপজেলার নির্বাচন অফিসার রেজাউল করিম।

এদিকে, ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৪ জন প্রার্থী রয়েছেন। এসব ইউনিয়নে বুথের সংখ্যা ৫২৫টি। মোট ৭৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। মোট ভোটার ১ লাখ ৯১ হাজার ৯৮০ জন।

যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হলো- ৩ নং পায়রাবন্দ ইউনিয়ন, ৬ নং কাফ্রিখাল, ৭ নং লতিবপুর, ১৪ নং দুর্গাপুর, ১৫ নং বড় হযরতপুর, ১৬ নং মির্জাপুর ও ১৭ নং ইমাদপুর ইউনিয়ন।

নির্বাচন উপলক্ষে স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে ব্যালট পেপার ও নির্বাচনের সরঞ্জাম হস্তান্তর শুরু হয়েছে।

তৃতীয় ধাপে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
আরআইইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।