ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ঈশ্বরগঞ্জ ও নান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচন শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
ঈশ্বরগঞ্জ ও নান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচন শনিবার

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও নান্দাইলের ২২ ইউনিয়ন পরিষদের নির্বাচন শনিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা আলীমুজ্জামান।

জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৫১ প্রার্থী। সাধারণ সদস্য পদে ৪০৬ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এখানে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ১৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৩ হাজার ৩৪৭ জন। আর নারী ভোটার ১ লাখ ২ হাজার ২৮৭ জন।

নান্দাইল উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১ জন প্রার্থী লড়ছেন। এখানে সাধারণ সদস্য পদে ৪০১ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১২৬ জন।

এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৪ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৯ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১ লাখ ১৪ হাজার ৯৪৭ জন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।