ঢাকা, রবিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

নির্বাচন

খাগড়াছড়িতে সহকারী প্রিজাইডিং অফিসারসহ আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, এপ্রিল ২৩, ২০১৬
খাগড়াছড়িতে সহকারী প্রিজাইডিং অফিসারসহ আহত ৩

খাগড়াছড়ি: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফল নিয়ে ফেরার সময় দুর্বৃত্তদের হামলায় সহকারী প্রিজাইডিং অফিসারসহ তিনজন আহত হয়েছেন।

শনিবার (২৩ এপ্রিল) খাগড়াছড়ির পেরাছড়া ইউনিয়নের জগন্নাথ কার্বারীপাড়া এলাকার ফলাফল নিয়ে ফেরার পথে নির্বাচন দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়।

আহতরা ব্যক্তিরা হলেন সহকারী প্রিজাইডিং অফিসার সাইফুল ইসলাম ও মো. আবদুস সাত্তার এবং পোলিং এজেন্ট মো. নাছির উদ্দিন।

এ প্রসঙ্গে ওই কেন্দ্রের আরেক সহকারী প্রিজাইডিং অফিসার কৃত্তিকা ত্রিপুরা বলেন, ফলাফল নিয়ে ফেরার পথে একদল দৃর্বৃত্ত আমাদের ধাওয়া করে এবং দুইজন সহকারী প্রিজাইডিং অফিসার ও একজন পোলিং এজেন্টকে বেদম মারধর করে।

হাসপাতালে চিকিৎসাধীন সাইফুল ইসলাম জানান, মারধর করার এক পর্যায়ে তাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

আহতদের সবাইকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।