ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

নির্বাচন

নাটোর জেলা নির্বাচন কর্মকর্তাসহ ৬ জনকে হত্যার হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, মে ৬, ২০১৬
নাটোর জেলা নির্বাচন কর্মকর্তাসহ ৬ জনকে হত্যার হুমকি


 

নাটোর: নাটোর জেলা নির্বাচন কর্মকর্তাসহ ৬ জনকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি।
 
জেলা নির্বাচন কর্মকর্তা সরকার আশরাফুল আলম জানান, শুক্রবার (০৬ মে) বেলা ১১টার দিকে (০১৯৫৬৪৯২৮৭৪) নম্বর থেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার পরিচয় দিয়ে বিল্পব ফোনে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবি করে।


 
এঘটনায় রাত ৯টার দিকে সদর থানায় তিনিসহ সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা সাধারণ ডায়েরি করেছেন।
 
যাদেরকে হুমকি দেওয়া হয়েছে তারা হলেন- জেলা নির্বাচন কর্মকর্তা সরকার আশরাফুল আলম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমান, সিংড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান, জেলা নির্বাচন অফিসের অফিস সহকারী সোহরাব হোসেন, আলতাফ হোসেন এবং আব্দুল মজিদ।
 
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, মে ০৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।