ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

নির্বাচন

দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, মে ২৫, ২০১৬
দুর্গাপুরে চেয়ারম্যান প্রার্থীর জরিমানা

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুরে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ মে) সন্ধ্যায় উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফসার আলী মোল্লাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলাম খান জানান, বুধবার বিকেলে উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের উজালখলসী বাজারে চেয়ারম্যান প্রার্থী আফসার আলী মোল্লা বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল বের করেন। যা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন।

পরে সন্ধ্যায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতে চেয়ারম্যান প্রার্থী আফসার আলী মোল্লাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, মে ২৫, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।