ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

নির্বাচন

ইউপি নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ শেষ, গণনা চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, মে ২৮, ২০১৬
ইউপি নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ শেষ, গণনা চলছে

ঢাকা: পঞ্চম ধাপের ৭১৭টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৮ মে) সকাল ৮ টায় শুরু করে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করে সংস্থাটি।

এখন ভোট গণনার কাজ চলছে।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চম ধাপে ৪৫ জেলার ৯৩ উপজেলায় ৭১৭টি ইউপিতে ভোটগ্রহণ হয়েছে। সহিসংতা, অনিয়মের কারণে অন্তত ১৫টি ভোটকেন্দ্র বন্ধ করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে প্রায় ১ কোটি ১০ লাখের মত ভোটার ৬ হাজার ৪৮৪টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।

পঞ্চম ধাপে আওয়ামী লীগ ৭২৬ জন, বিএনপির ৬২৯জন, জাতীয় পার্টির ১৭৭জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ২১জন, বিকল্পধারা বাংলাদেশ ২জন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ১৩ জন, ইসলামী আন্দোলন ১২২ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ১১জন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ৬জন ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ১ জন প্রার্থী দিয়েছে।
এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ৫জন, কৃষক শ্রমিক জনতা লীগের ৬জন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের ৭জন ও অন্যান্য ১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবার স্বতন্ত্র থেকেও ১ হাজার ৫২৭ জন প্রার্থী অংশ নিয়েছেন।

তবে আওয়ামী লীগের ৪১ জন প্রার্থী ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণ উপলক্ষ্যে র্যাব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মিলিয়ে প্রায় দুই লাখ ফোর্স মোতায়েন করা হলেও নির্বাচনী সহিংসতায় অন্তত সাতজন নিহত হয়েছেন।

দেশের প্রায় সাড়ে চার ইউপিতে এবার ছয় ধাপে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। আগামী ৪ জুন ষষ্ঠ ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে নবম ইউপি নির্বাচন সমাপ্ত হবে।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, মে ২৮, ২০১৬
ইইউডি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।