ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

নির্বাচন

শপথ নিলেন গৌরীপুরের নব-নির্বাচিত ১০ চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, মে ২৯, ২০১৬
শপথ নিলেন গৌরীপুরের নব-নির্বাচিত ১০ চেয়ারম্যান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: শপথ নিয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নব-নির্বাচিত দশ চেয়ারম্যান।

রোববার (২৯ মে) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলার ১০ ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মুস্তাকিম বিল্লাহ ফারুকি।

শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন- ভাংনামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মফিজুন নূর খোকা, সিধলা ইউনিয়নের মো. জয়নাল আবেদীন, ডৌহাখলা ইউনিয়নের মো. শহিদুল হক সরকার, রামগোপালপুর ইউনিয়নের আব্দুল্লাহ আল আমিন, বোকাইনগর ইউনিয়নের মো. হাবিব উল্লাহ, গৌরীপুর ইউনিয়নের মো. আনোয়ার হোসেন, অচিন্তপুর ইউনিয়নের মো. শহিদুল ইসলাম, সহনাটি ইউনিয়নের মো. আব্দুল মান্নান, মাওহা ইউনিয়নের রমিজ উদ্দিন ও ময়লাকান্দা ইউনিয়নের মো. রিয়াদুজ্জামান রিয়াদ।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মে ২৯, ২০১৬
এমএএএম/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।