ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

পীরগঞ্জ পৌরসভা নির্বাচন, চলছে ভোট গণনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
পীরগঞ্জ পৌরসভা নির্বাচন, চলছে ভোট গণনা

রংপুর: পীরগঞ্জ পৌরসভার নির্বাচন শেষে চলছে ভোট গণনা।

রোববার (৭ আগস্ট) বিকেল ৫টায় এ সংবাদ লেখা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা শাহতাব হোসেন।

এর আগে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে জানান, ৯টি কেন্দ্রের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে শেষ হয়েছে। এখন গণনা চলছে।

এ নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জনসহ মোট ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাসুর পুত্র আবু ছালেহ্ মো. তাজিমুল ইসলাম শামীম (নৌকা), বিএনপি মনোনীত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম মন্ডল সেবু (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী পীরগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যন সায়দুর রহমান (নারিকেল গাছ) ও পীরগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাড. কাজী লুমুম্বা লুমু (জগ প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।