ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

ইউপি নির্বাচনে দশমিনায় স্বতন্ত্র প্রার্থীর জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
ইউপি নির্বাচনে দশমিনায় স্বতন্ত্র প্রার্থীর জয়

পটুয়াখালি: পটুয়াখালি জেলার দশমিনা উপজেলার ৪ নম্বর দশমিনা সদর ইউনিয়নে টেলিফোন প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ইকবাল মাহামুদ লিটন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তিনি পেয়েছেন ৪ হাজার ৩৯২ ভোট।

অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মজিবুর রহমান আজবাহার প্যাদা হাত পাখা প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১৬১ ভোট।

সোমবার (৩১ অক্টোবর) রাতে এ ফল ঘোষণা করা হয়।

গত ২২ মার্চ বিভিন্ন কারণে উপজেলার সদর ইউপির তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। ওই কেন্দ্রগুলোতে সোমবার ফের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৪০৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এমএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।