ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচন

কুষ্টিয়ার ২ ইউনিয়ন পরিষদের অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, মে ২৩, ২০১৭
কুষ্টিয়ার ২ ইউনিয়ন পরিষদের অধিকাংশ কেন্দ্রই ঝুঁকিপূর্ণ

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ও চিথলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের অধিকাংশ কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। 

দু’টি ইউনিয়নের মোট ১৮টি কেন্দ্রে মঙ্গলবার (২৩ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হবে।

মিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার শিরিনা আক্তার বানু বাংলানিউজকে জানান, নির্বাচনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

দুই ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চিথলিয়া ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ১শ ৬৬ জন এবং ধুবইল ইউনিয়নে মোট ভোটার ১১ হাজার ৮শ ৯৯ জন।

তিনি জানান, ইউনিয়ন দু’টিতে ১৮টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ হবে। আর সব কেন্দ্রই অধিক ঝুঁকিপূর্ণ। প্রার্থীদের বিভিন্ন অভিযোগ রয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭২৯ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এমএফআই/এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।