ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

নির্বাচন

ক্ষেতলাল পৌরসভায় আ’লীগ প্রার্থী জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মে ২৩, ২০১৭
ক্ষেতলাল পৌরসভায় আ’লীগ প্রার্থী জয়ী

জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সিরাজুল ইসলাম বুলু ‍আট হাজার ৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নবিউল ইসলাম চৌধ‍ুরী নবু পেয়েছেন চার হাজার ৬২৫ ভোট।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে বিএনপিসহ মেয়র পদে তিন জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১১ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৬ প্রার্থী অংশ নেয়।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোশারফ হোসেন জানান, ক্ষেতলাল পৌরসভার মোট নয়টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ১৫০ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা সাত হাজার ৪৪৬ জন ও নারী ভোটারের সংখ্যা সাত হাজার ৭০৪ জন।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, শান্তিপূর্ণ পরিবেশে সবকটি কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পাশাপাশি ৠাব, বিজিবি ও আনসার সদস্যরা মোতায়েন ছিল।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, মে ২৩, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।