ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

নির্বাচন

উজিরপুরের শিকারপুর ইউপি নির্বাচনে নৌকা প্রার্থী বিজয়ী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, মে ২৩, ২০১৭
উজিরপুরের শিকারপুর ইউপি নির্বাচনে নৌকা প্রার্থী বিজয়ী

বরিশাল: উজিরপুরের ৮ নম্বর শিকারপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) মো. সরোয়ার হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সরোয়ার পেয়েছেন ৬ হাজার ১’শ ৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী (হাতপাখা) আ. গফ্ফার হাওলাদার ৬’শ ৫৫ ভোট পেয়েছেন।

 

বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের কামরুজ্জামান মীর পিকিং পেয়েছেন ৫’শ ৯৬ ভোট।  

মঙ্গলবার (২৩ মে) বেলা ১১টায় বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান মীর পিকিং কেন্দ্র দখল, ভোট কারচুপির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।  

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শিকারপুর ইউনিয়নের ১১ হাজার ৮’শ ৬১ ভোটের মধ্যে ৮ হাজার ৩’শ ৯ ভোট প্রয়োগ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, মে ২৩, ২০১৭


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।