ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

নির্বাচন

মেহেন্দিগঞ্জের ৭ ইউপিতে বিএনপি প্রার্থীদের ভোট বর্জন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
মেহেন্দিগঞ্জের ৭ ইউপিতে বিএনপি প্রার্থীদের ভোট বর্জন

বরিশাল: বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় সাত ইউনিয়ন পরিষদে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেছে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা।

বৃহস্পতিবার  (১৩ জুলাই) দুপুরে বিষয়টি বাংলািনউজেক জানিয়েছেন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ।

তিনি জানান বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছে, আওয়ামী লীগ প্রার্থীদের সমর্থকরা ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকা মার্কার পক্ষে সিল মারছে।

এ অবস্থায়র সবশেষ আন্ধারমানিক ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রহমানের ভোট বর্জনের মধ্য দিয়ে সাতটিতেই বিএনপি’র প্রার্থীরা ভোট বর্জন করেছে।

মেহেন্দীগঞ্জের আন্ধারমানিক ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রহমান, লতা ইউনিয়নে বিএনপির নাজমুল হক তিনু, জয়নগর ইউনিয়নে বিএনপির দুলাল বেপারী, চরএককরিয়া ইউনিয়নে বিএনপির কামাল উদ্দিন আহম্মেদ, গোবিন্দপুর ইউনিয়নে বিএনপির আব্দুল মোতালেব দেওয়ান, আলিমাবাদ ইউনিয়নে বিএনপির মাইনুদ্দিন মৃধা, শ্রীপুর ইউনিয়নে বিএনপির কাজী সাখাওয়াত হোসেন রুবেল নির্বাচন বর্জন করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৭
এমএস/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।