ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ঝালকাঠির ৩১ ইউপি নির্বাচনে ৩০টি‌তে নৌকার জয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৫ ঘণ্টা, জুন ২২, ২০২১
ঝালকাঠির ৩১ ইউপি নির্বাচনে ৩০টি‌তে নৌকার জয় ...

ঝালকাঠি: ঝালকাঠি জেলার ৩১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩০টিতেই নৌকার প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন। শুধু এক‌টি ইউ‌নিয়‌নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হ‌য়ে‌ছেন।

 

নির্বাচিতরা হলেন- ঝালকাঠি সদরের বিনয়কাঠিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ জে এম মঈন উদ্দিন, শেখেরহাটে মো. নূরুল আমিন খান সুরুজ, গাবখান ধানসিঁড়িতে মো. আবুল কালাম মাসুম, গাভারামচন্দ্রপুরে মো. গোলাম মাওলা মাসুম শেরওয়ানী, নবগ্রামে মো. মুজিবুরল হক আকন্দ, নথুল্লাবাদে নজরুল ইসলাম জাহাঙ্গীর, বাসন্ডায় মোবারক হোসেন মল্লিক, কেওড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. আবু সাইদ খান ও কীর্ত্তিপাশায় স্বতন্ত্র প্রার্থী আবদুর রহীম মিয়া।

নলছিটি উপজেলার বিজয়ী সব প্রার্থী আওয়ামী লীগ মনোনীত। এর মধ্যে রানাপাশায় মো. শাহজাহান হাওলাদর, ভৈরবপাশায় এ কে এম আবদুল হক, দপদপিয়ায় সোহরাব হোসেন বাবুল মৃধা, সুবিদপুরে মো. আ. গফফার খান, কুশঙ্গলে মো. আলমগীর হোসেন, সিদ্ধকাঠিতে জেসমিন আক্তার, মগরে এনামুল হক শাহীন, মোল্লারহাটে এ কে এম মাহাবুবুর রহমান, কুলকাঠিতে এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, নাচনমহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিরাজুল ইসলাম সেলিম।

রাজাপুর উপজেলার বিজয়ী সব প্রার্থী আওয়ামী লীগ মনোনীত। এর মধ্যে সদর ইউনিয়নে মো. নজরুল ইসলাম, সাতুরিয়ায় সৈয়দ মইনুল হায়দার নিপু, বড়ইয়ায় মো. সাহাব উদ্দিন হাওলাদার, মঠবাড়িতে মো. শাহজালাল হাওলাদার, শুক্তাগড়ে বিউটি সিকদার ও গালুয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোলাম কিবরিয়া পারভেজ।

কাঁঠালিয়া উপজেলার বিজয়ী সব প্রার্থী আওয়ামী লীগ মনোনীত। এর মধ্যে সদর ইউনিয়নে মো. মাহামুদুল হক নাহিদ, পাটিখালঘাটায় শিশির দাস, চেঁচরীরামপুরে মো. হারুন অর রশিদ, আমুয়ায় মো. আমিরুল ইসলাম সিকদার, শৌলজালিয়ায় মাহমুদ হোসেন রিপন ও আওড়াবুনিয়ায় মো. মিঠু সিকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বাংলা‌দেশ সময়: ০৮৪৪ ঘণ্টা, জুন ২২, ২০২১
এমএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।