ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

ভোট চুরি ঠেকাতে কাফনের কাপড় নিয়ে প্রচারণা! 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
ভোট চুরি ঠেকাতে কাফনের কাপড় নিয়ে প্রচারণা!  ছবি: ফেসবুক থেকে নেওয়া

ময়মনসিংহ: ভোট চুরি ঠেকাতে কাফনের কাপড় গলায় ঝুলিয়ে প্রচারণায় নেমেছেন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বড়গ্রাম ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা জাহান আলী সরকার।  

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ছবি ভাইরাল হয়েছে।

  

ওই ছবিতে দেখা যায় বয়োজ্যেষ্ঠ জাহান আলী গলায় কাফনের কাপড় ঝুলিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।    

অথচ দেশ ও জাতির মুক্তির জন্য ৭১ সালে লড়েছেন রণাঙ্গনে। মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন কয়েকবার। তবুও শক্ত হাতে প্রতিহত করেছেন শত্রুদের।  
পরবর্তী সময়ে নব্বই দশকে তিনি ছিলেন এই ইউনিয়নের চেয়ারম্যান। সে সময় বলিষ্ঠ দায়িত্ব পালন করে হয়েছেন উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান। পুরস্কৃত হয়েছিলেন জাতীয় পর্যায়েও।  

এরপর র্দীঘ সময় বিরতির পর জীবনসায়াহ্নে এসে ফের নেমেছেন ভোটের মাঠে। হতে চাইছেন নিজ ইউনিয়নের জনপ্রতিনিধি।  

সে প্রস্তুতি নিয়েই ঘোড়া প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থীতা করছেন বীর মুক্তিযোদ্ধা জাহান আলী সরকার।   

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা জাহান আলী সরকার বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে গণতন্ত্রকে প্রতিষ্ঠার লড়াই করছি। কিন্তু অনেকেই বলাবলি করছে যে- আমাকে ভোট দিলেও তা রক্ষা করতে পারবো না। এ জন্য আমি কাফনের কাপড় সঙ্গে নিয়ে ভোট চুরি ঠেকানোর প্রত‍্যয় নিয়ে ভোটের মাঠে নেমেছি।

মানুষের কাছে ভোট চেয়ে যাচ্ছি। আশা করছি সুষ্ঠু নির্বাচন হলে আমি ৮০ শতাংশ ভোট পেয়ে জয়ী হব।  

তিনি আরও বলেন, প্রশাসনের কাছে বলেছি আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। ভোট ডাকাতি করে কেউ যেন গণতন্ত্রকে হত্যা করতে না পারে সেজন্য আমি সবাইকে নিয়েই মাঠে থাকবো।  

জানা যায়, এ ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২৫ হাজার ৭২৩ জন।  
এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১২ হাজার ৮৩৭ জন ও নারী ভোটার রয়েছেন ১২ হাজার ৮৮৬ জন। ২৮ নভেম্বর এই ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।