ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্বাচন

কালিয়ায় ১২টির দুইটিতে নৌকার নারী প্রার্থীর বিজয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
কালিয়ায় ১২টির দুইটিতে নৌকার নারী প্রার্থীর বিজয় নির্বাচিতরা।

নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলার ১২ ইউনিয়নের ১০টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীদের জয়-জয়কার হয়েছে। ১২টি ইউনিয়নের মধ্যে ১০টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী এবং দুইটিতে দুই নারী নৌকার প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।


 
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নড়াইলের কালিয়া উপজেলা ১২ ইউনিয়নের ১০ ইউনিয়নে বেসরকারিভাবে নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যানরা হলেন- কলাবাড়ীয়া ইউনিয়নে মাহমুদুল হাসান কায়েস (স্বতন্ত্র), বাবরা-হাচলা ইউনিয়নে মো. মোজাম্মেল হোসেন (স্বতন্ত্র), চাচুড়ি ইউনিয়নে মেলজার হোসেন ভূঁইয়া (স্বতন্ত্র), পুরুলিয়া ইউনিয়নে আমিনুল ইসলাম (স্বতন্ত্র), সালামাবাদ ইউনিয়নে মাহবুবুর মোল্যা (স্বতন্ত্র), ইলিয়াচাবাদ ইউনিয়নে মল্লিক মানিরুল ইসলাম (স্বতন্ত্র), বাঐশোনা ইউনিয়নে মো. চুন্নু শেখ (স্বতন্ত্র), পহরডাঙ্গা ইউনিয়নে মল্লিক মাহামুদুল ইসলাম (স্বতন্ত্র), জয়নগর ইউনিয়নে কাজী আইয়ুব হোসেন (স্বতন্ত্র), খাশিয়াল ইউনিয়নে বিএম বরকত উল্লাহ (স্বতন্ত্র)।

অপরদিকে হামিদপুর ইউনিয়নে পলি বেগম (নৌকা) ও মাউলী ইউনিয়নে রোজী হক (নৌকা) বিজয়ী হয়েছেন।
 
সবচেয়ে করুণ পরিণতি হয়েছে কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদের। তিনি গত ইউপি নির্বাচনে ২ নম্বর পুরুলিয়া ইউপিতে আমিনুল ইসলামের কাছে হেরে যান। এরপর উপজেলা পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে হেরে যান। এবার আবারও ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে সেই আমিনুল ইসলামের কাছে পরাজিত হন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।