ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন

ডোমারে ৭টিতে স্বতন্ত্র, ৩টিতে নৌকা জয়ী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২২
ডোমারে ৭টিতে স্বতন্ত্র, ৩টিতে নৌকা জয়ী

নীলফামারী: পঞ্চম ধাপে নীলফামারীর ডোমার শান্তিপূর্ণ ইউপি নির্বাচনে উপজেলার ১০টি ইউনিয়নে ৩টিতে নৌকা ও ৭টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।  

বুধবার (৫ জানুয়ারি) রাত ১০টায় উপজেলা পরিষদের হলরুমে রিটার্নিং কর্মকর্তারা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে বিজয়ী হয়েছেন সোনারায় ইউনিয়নের গোলাম ফিরোজ চৌধুরী, হরিণচড়া ইউনিয়নে রাসেল রানা ও ডোমার সদর ইউনিয়নে মাসুম আহমেদ।

অপর ৭টি ইউনিয়নের বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা হলেন- ভোগডাবুড়ি ইউনিয়নে রেয়াজুল ইসলাম কালু (আনারস), কেতকীবাড়ি ইউনিয়নে রাকিব ইসলাম (টেবিল ফ্যান), গোমনাতি ইউনিয়নে আহমেদ ফয়সাল শুভ (মোটরসাইকেল), জোড়াবাড়ি ইউনিয়নে সাখায়াত হোসেন বাবু (আটোরিকশা), বামুনিয়া ইউনিয়নে মমিনুর রহমান (মোটরসাইকেল), পাঙ্গামটকপুর ইউনিয়নে আব্দুল হাকিম ভুট্টো (চশমা), বোড়াগাড়ি ইউনিয়নে আমিনুল ইসলাম রিমুন (আনারস)।  

এছাড়াও কিশোরগঞ্জের চাঁদখানা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাফিজার রহমান (ঘোড়া) নির্বাচিত হন।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ১০ ইউপি নির্বাচনে ৫৪ জন চেয়ারম্যান  প্রার্থী ১২৯ জন সংরক্ষিত সদস্য পদে এবং ৩৪৫ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ ১৭জন আনসার সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। এছাড়াও র‌্যাব, বিজিবিসহ নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন।  

নীলফামারীর জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।