ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

নির্বাচন

জেলা পরিষদ নির্বাচন

রাজবাড়ীতে চেয়ারম্যান হলেন এ কে এম শফিকুল মোরশেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
রাজবাড়ীতে চেয়ারম্যান হলেন এ কে এম শফিকুল মোরশেদ এ কে এম শফিকুল মোরশেদ আরুজ

রাজবাড়ী: রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে পাংশা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ কে এম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিসার মাসুদুর রহমান।

তিনি জানান, আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ কে এম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ) প্রতীক নিয়ে পেয়েছেন ৪২৮টি ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দীপক কুন্ডু (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ১৩৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ইমামুজ্জামান চৌধুরী রিটু (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ ভোট।

জেলার পাঁচ উপজেলায় ১৮ জন সদস্য ও ৭জন সংরক্ষিত মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে ৫৯৮ জন জন প্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।