২০১৮ সাল থেকেই দুজন খেলছেন আলাদা লিগে। তবুও চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হয়েছেন তারা।
জানুয়ারির তৃতীয় সপ্তাহে সৌদি আরবের মাঠে একটি প্রীতি ম্যাচ খেলবে পিএসজি। তাদের প্রতিপক্ষ সাজানো হবে আল হিলাল ও আল নাসের ক্লাবের ফুটবলারদের দিয়েই। সবকিছু ঠিকঠাক থাকলে সেই ম্যাচে পিএসজির হয়ে মাঠে নামতে পারেন লিওনেল মেসি। আর আল নাসের থেকে যদি রোনালদোকে বাছাই করা হয় তাহলে তো কোনো কথাই নেই! পুরোনো সেই দ্বৈরথটির দেখা মিলবে আবারও। হয়তো শেষবারের মতো! সবশেষ দুই বছর আগে একে অপরের বিপক্ষে লড়েছিলেন তারা। সেই ম্যাচে রোনালদোর জোড়া গোলে মেসির বার্সেলোনাকে ৩-০ গোলে হারিয়েছিল জুভেন্তাস।
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার দেড় মাস পর এসে নতুন ঠিকানা খুঁজে পেলেন রোনালদো। ইংলিশ ক্লাবটি ও কোচ এরিক টেন হাগের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়। এখন সৌদির ক্লাবে যোগ দিচ্ছেন তিনি। কেন? রোনালদো বলছেন, ইউরোপিয়ান ফুটবলে তার জন্য আর পাওয়ার তেমন কিছু নেই। নিজের অভিজ্ঞতা তিনি ভাগ করে নিতে চান এশিয়ায়।
ক্লাবের প্রকাশিত বিজ্ঞপ্তিতে রোনালদো বলেছেন, ‘নিজেকে সৌভাগ্যবান মনে করছি ইউরোপিয়ান ফুটবলে যা জিততে চেয়েছি, তার সবকিছু জিততে পেরে। এখনই এশিয়ায় নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করার সঠিক সময় মনে করছি। ভিন্ন এক দেশে ও ভিন্ন লিগে নতুন এক অভিজ্ঞতার জন্য আমি রোমাঞ্চিত। ’
বাংলাদেশ সময় : ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এএইচএস