বিশ্বকাপ শিরোপা নিয়ে নিজের দেশ আর্জেন্টিনায় ফেরার পর এখনও পিএসজিতে যোগ দেননি লিওনেল মেসি। আর আগের ম্যাচে লাল কার্ড দেখায় একাদশের বাইরে ছিলেন নেইমার জুনিয়র।
দলের দুই মহাতারকার অনুপস্থিতিতে সব দায়িত্ব কাঁধে চাপে বিশ্বকাপের 'গোল্ডেন বুট' জয়ী কিলিয়ান এমবাপ্পের। কিন্তু ফরাসি ফরোয়ার্ড পারলেন না। পারল না পিএসজিও। লিগ ওয়ানের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা লেঁসের কাছে হেরে গেল ৩-১ গোলে। চলতি মৌসুমে পিএসজির এটাই প্রথম হার। দুই দলের পয়েন্টের পার্থক্যও মাত্র চারে নেমে এসেছে।
ম্যাচের পঞ্চম মিনিটে পোলিশ মিডফিল্ডার ফ্রাঙ্কোভস্কির গোলে লিড নেয় স্বাগতিকরা। তিন মিনিট পরই পিএসজিকে সমতায় ফেরান হুগো একিতিকে। ২৮তম মিনিটে ফের লিড নেয় লেঁস। এবার গোল করেন বেলজিয়ান ফরোয়ার্ড ওপেন্দা। পিছিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধে নেমেই স্কোর লাইন ৩-১ করে ফেলে লেঁস। ৪৮তম মিনিটে গোলটি করেন ক্লদ-মরিস। ম্যাচের বাকি সময়ে বেশ কিছু প্রচেষ্টা চালিয়েও গোলের দেখা পায়নি পিএসজি। মেসি-নেইমারকে ছাড়া একেবারে নিষ্প্রভ ছিলেন এমবাপ্পে। ফলে চলতি মৌসুমের প্রথম হারের শিকার হয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।
এই পরাজয়ের পরও অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষে আছে পিএসজি। ১৭ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪৪ পয়েন্ট। ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে লেঁস।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
এমএইচএম