লিগ ওয়ানে লিলের বিপক্ষে খেলতে নেমে আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। গতকাল ঘরের মাঠে ৪-৩ ব্যবধানে জয়ের ম্যাচে শেষ মুহূর্তে গোলটি আসে তার পা থেকেই।
ফেব্রুয়ারি মাসের ২৭ তারিখে পিএসজির পরবর্তী ম্যাচ। তাইতো বুধবারের আগে কোনো অনুশীলনের সূচি নেই ক্লাবের। আর এই ছুটিতে সপরিবারে বার্সেলোনায় নিজের বাড়িতে পাড়ি জমালেন আর্জেন্টাইন সুপারস্টার। কাতার বিশ্বকাপ জয়ের পর এই প্রথম স্পেনে পা রাখলেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার।
আবারও সেই আগের যায়গায় যাওয়ার কারণ হিসেবে অনেকেই ভাবতে পারেন পুরোনো ক্লাব বার্সেলোনার সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে মেসির। তবে তা একেবারেই উড়িয়ে দিয়েছেন মেসির বাবা। কয়েকদিন আগে তিনি বলেছিলেন, ‘মেসি বার্সায় আসবে বলে আমার মনে হয় ন। আমরা লাপোর্তার (বার্সার প্রেসিডেন্ট) সঙ্গে কথা বলিনি। এমনকি বার্সার পক্ষ থেকে কোনো অফারও পাইনি। এটি (মেসির বার্সায় ফেরা) অসম্ভব কি না জানি না, মেসি বর্তমানে পিএসজির সঙ্গে চুক্তিবদ্ধ আছে। ’
নিজেদের পরবর্তী ম্যাচে আগামী সোমবার (২৭ ফেব্রুয়ারি) মার্শেইয়ের বিপক্ষে খেলতে নামবে লিওনেল মেসির ক্লাব।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
আরইউ