তিন দিনের ব্যবধানে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। একটি কোপা দেল রে ফাইনাল ও আরেকটি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল।
কিন্তু কেন? প্রশ্ন উঠতেই পারে। কেননা রিয়াল শিরোপা জিতেছে আর উদযাপন হয়নি, এমনটা খুব কমই দেখা গেছে। মূলত মনোযোগে ব্যাঘাত না ঘটাতেই এমন সিদ্ধান্ত ক্লাবটির। তিন দিনেরও কম সময়ের মধ্যে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ। তাই সেভিয়ায় যা-ই ঘটুক না কেন মনোযোগ থাকতে পরের ম্যাচে।
ফাইনাল খেলার দিন মাদ্রিদে না ফিরে বরং রাতটা সেভিয়াতেই কাটাবে রিয়াল। কোচ কার্লো আনচেলত্তি এমনটাই চান। অনেক বছর পর ম্যাচের দিনের পুরোটাই মাদ্রিদের বাইরে কাটাতে যাচ্ছে লস ব্লাঙ্কোসরা। জিতলে উদযাপন পরেও করা যাবে।
চ্যাম্পিয়নস লিগ শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর রিয়াল। গতবারের মতো এবারও সেমিফাইনাল তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। সেবার প্রথম ৪-৩ গোলে হারলেও পরের লেগে ৩-১ গোলে জিতে ফাইনালে পা রাখে রিয়াল। আগামী ৯ মে প্রথম লেগে সিটিকে সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য দেবে কার্লো আনচেলত্তির দল।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এএইচএস