আগামী জুন ও জুলাইয়ের শুরুর দিকে বেশ কয়েকটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। দীর্ঘদিন থেকেই আলোচনায় ছিল জুনে বাংলাদেশ সফরে আসবে বিশ্বচ্যাম্পিয়নরা।
২০২২ বিশ্বকাপ জেতার পর ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। তবে এবার তাদের গন্তব্য এশিয়ায়। আর্জেন্টিনার সুপরিচিত ক্রীড়া সাংবাদিক গাস্তন এদুল এক টুইটে জানিয়েছেন, জুনের শেষদিকে ইন্দোনেশিয়া ও চীন সফরে যাবেন মেসিরা। দুই স্বাগতিক দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
কাতারে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরার পর লম্বা বিরতি দিয়ে গত মার্চে আন্তর্জাতিক ফুটবলে ফেরে আর্জেন্টিনা। ঘরের মাটিতে তারা মুখোমুখি হয় পানামা ও কুরাসাওয়ের। এর মধ্যে পানামাকে ২-০ গোলে এবং কুরাসাওকে ৭-০ গোলে হারায় তারা। এবার বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে প্রথমবার বাইরের দেশে খেলতে যাচ্ছে আর্জেন্টাইনরা।
মূলত ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বকে সামনে রেখে প্রস্তুতি নেওয়ার জন্যই চীন ও ইন্দোনেশিয়ায় খেলতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব। যেখানে ঘরের মাটিতে প্রথমে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর তারা খেলতে যাবে বলিভিয়ায়।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, মে ০৬, ২০২৩
এমএইচএম
La Selección Argentina va a jugar dos partidos en Asia. Van a ser en la fecha FIFA de Junio. Los dos destinos que se perfilan: China e Indonesia. Un partido en cada país.
— Gastón Edul (@gastonedul) May 4, 2023
Argentina vs China.
Argentina vs Indonesia.
Esta noche lo desarrollamos en https://t.co/r6gw0hNzts