ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ফেডারেশন কাপের শেষ আটে আবাহনী

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
ফেডারেশন কাপের শেষ আটে আবাহনী

ফেডারেশন কাপের যাত্রাটা ভালোই হয়েছিল আবাহনী লিমিটেডের। ব্রাদার্সের বিপক্ষে ৬-০ গোলে জিতেছিল তারা।

এবার চট্টগ্রাম আবাহনীর বিপক্ষেও জয়ের ধারা অব্যাহত রেখে ফেডারেশন কাপের শেষ আট নিশ্চিত করেছে তারা। আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় আবাহনী লিমিটেড ৩-০ গোলে জিতেছে।  

প্রথম ভালো সুযোগটি অবশ্য পেয়েছিল চট্টগ্রাম আবাহনীই। ২৫তম মিনিটে প্রতিপক্ষের ভুল পাসে বল পেয়ে যান জাহেদুল আলম, কিন্তু এই ফরোয়ার্ডের শট আটকে দেন আরেক ডিফেন্ডার মিলাদ শেখ সুলেমানি। ৪৩ মিনিটে এগিয়ে যায় আবাহনী। বক্সের বাইরে থেকে একজনকে ডজ দিয়ে জায়গা করে জোরালো শটে জাল কাঁপান ব্রুনো।

বিরতির পর আবাহনী লিমিটেডের দাপট অব্যাহত থাকে। ৪৮ মিনিটে বাড়ে ব্যবধান। ব্যবধান দ্বিগুণ করে ম্যাচে চালকের আসনে বসে আবাহনী। নিখুঁত টোকায় রানাকে পরাস্ত করেন ওগবাহ। ৮৩ মিনিটে আবাহনী লিমিটেডের স্কোর ৩-০ করেন ওয়াশিংটন। মেহেদী হাসান রয়েলের পাসে দ্রুত গতিতে বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে তৃতীয় গোল উপহার দেন এই ব্রাজিলিয়ান।  

১৩ ফেব্রুয়ারি আবাহনী-মোহামেডান ম্যাচেই ঠিক হবে গ্রুপ চ্যাম্পিয়ন হবে কোন দল।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।