ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মহানগরী লিগ কমিটি থেকে অব্যাহতি চান ইমরুল হাসান

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
মহানগরী লিগ কমিটি থেকে অব্যাহতি চান ইমরুল হাসান

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ সভাপতি ইমরুল হাসান। এর পাশাপাশি পেশাদার লিগ কমিটি এবং মহানগরী লিগ কমিটিরও চেয়ারম্যান তিনি।

সম্প্রতি মহানগরী লিগ কমিটির চেয়ারম্যানের পদ ছাড়তে বাফুফেতে চিঠি দিয়েছেন তিনি।

ইমরুল হাসানের পদত্যাগের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। পদত্যাগপত্র পেলেও সেটা এখনো গৃহীত হয়নি বলে জানিয়েছেন তিনি। তুষার বলেন, ‘তিনি (ইমরুল হাসান) অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন। তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। প্রেসিডেন্ট দেশের বাইরে আছেন। তিনি আসলে বোর্ড সভায় আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ’

বাফুফে সহসভাপতি, পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান এবং মহানগরী লিগ কমিটির শীর্ষ পদ ছাড়াও টানা চারবারের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সভাপতিও ইমরুল হাসান। এছাড়াও দেশের শীর্ষ কর্পোরেট প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপেও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। সবগুলো কাজ একসঙ্গে চালিয়ে যাওয়া কঠিন। এ কারণেই ইমরুল হাসান মহানগরী লিগ কমিটির চেয়ারম্যানের পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।