ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

আতলেতিকোকে উড়িয়ে দুইয়ে বার্সা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
আতলেতিকোকে উড়িয়ে দুইয়ে বার্সা সংগৃহীত ছবি

ঘরের মাঠে এ মৌসুমে অপরাজেয় ছিল আতলেতিকো মাদ্রিদ। তবে তাদের সেই ধারায় ছেঁদ পড়লো এবার।

তাদের ঘরের মাঠ থেকে বড় জয় নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে উঠে এলো বার্সেলোনা।

স্প্যানিশ লা লিগার ম্যাচটিতে ৩-০ গোলে জয় তুলে নিয়েছে জাভি এর্নান্দেসের দল। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশ ম্যাচ অপরাজিত থাকলো তারা।

আগের ১৪ ম্যাচের ১৩টিতে জয়, একটিতে ড্র; এমন পরিসংখ্যান সঙ্গী করে ঘরের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতনে বার্সার মুখোমুখি হয়েছিল আতলেতিকো। শুরুতে বার্সাকে ঠেকিয়েও রাখতে সক্ষম হয় স্বাগতিকরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বেড়িয়ে আসে বার্সা।  

৩৮তম মিনিটে হুয়াও ফেলিক্সের গোল এগিয়ে দেয় বার্সাকে। বিরতি থেকে ফিরেই ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভানদোভস্কি। আর ৬৫তম মিনিটে ব্যবধান ৩-০ হয় ফারমিন লোপেজের গোলে।

২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ এখনও আট পয়েন্টে এগিয়ে। সমান ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭২। আর ৬২ পয়েন্ট নিয়ে তিনে আছে জিরোনা।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।