বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে আজ থেকে শুরু হয়েছে বাফুফে অনূর্ধ্ব-১৮ ফুটবল লিগ। উদ্বোধনী ম্যাচে ফর্টিস এফসির বিপক্ষে মাঠে নেমেছ আবাহনী লিমিটেড।
এই লিগ থেকে প্রতিাভাবান ফুটবলাররা উঠে আসবেন এবং জাতীয় দলকে সার্ভিস দিবে বলে জানিয়েছেন ইমরুল হাসান। তিনি বলেন, ‘জাতীয় দলের পাইপলাইন কিন্তু এই বয়সভিত্তিক দল থেকেই তৈরি হয়। আমি মনে করি যেহেতু আমরা লিগভিত্তিক এই টুর্নামেন্ট করছি। এখান থেকে বেশ কিছু প্রতিভা বের হয়ে আসবে, যারা জাতীয় দলকে সার্ভিস দিতে পারবে। ’
শুধু অনূর্ধ্ব-১৮ নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকেও নাম প্রত্যাহার করতে বাফুফেকে চিঠি দিয়েছে চট্টগ্রাম আবাহনী। তাদের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দিয়ছেন লিগ কমিটির চেয়ারম্যান। তিনি বলন, ‘আসলে দশটি দল হওয়ার কথা ছিল কিন্তু চিটাগাং আবাহনী আসেনি। এই বিষয়ে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি আছে। তারা সিদ্ধান্ত নেবে। শাস্তিমূলক ব্যবস্থা নিলে তারা সিদ্ধান্ত নেবে। ’
‘আমি যতদূর জানি চিটাগাং আবাহনী চিঠি দিয়েছে তারা লিগ খেলবে না। দল বদলের শেষ পর্যায়ে আসলে আমরা পুরোপুরি জানতে পারবো। তবে আমরা আশাকরি তারা খেলবে। যদি তারা একেবারেই না খেলে তবে ডিসিপ্লিনারি কমিটি শাস্তির সিদ্ধান্ত নেবে। এবং আমরা সেই সিদ্ধান্তে কঠোর অবস্থানে থাকবো। ’
অনূর্ধ্ব-১৮ এর ন্যায় একই চিত্র অনূর্ধ্ব-১৬ দলের টুর্নামেন্টে। দল গড়বে না বলে জানিয়েছে ফরাশগঞ্জ, বাফুফে এলিট একাডেমি এবং নোফেল। এ ক্ষেত্রেও বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়েছেন ইমরুল হসান। তিনি বলেন, ‘অ-১৬ এর ক্ষেত্রেও একই সিদ্ধান্ত হবে। ডিসিপ্লিনারি কমিটি যেই সিদ্ধান্ত নিবে লিগ কমিটি সেই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দেবে। ’
সব পেশাদার দলেরই বয়সভিত্তিক দল থাকতে হবে এমনটাই জানিয়েছেন ইমরুল হাসান। এছাড়া যেসকল ক্লাব বয়সভিত্তিক দল করবে তা তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়া হবে বলে ও ইঙ্গিত দিয়েছেন তিনি। ইমরুল হাসান বলেন, ‘টুর্নামেন্ট তো মাত্র শুরু হলো। আর যে কোনও পেশাদার লিগের পূর্বশর্ত হলো বয়সভিত্তিক দল থাকতে হবে। যে দলগুলো অংশগ্রহণ করছে না আমি মনে করি এটা তাদের ব্যবস্থাপনার অদক্ষতা,এবং পেশাদারিত্বের অভাব। আমরা তাদের ক্ষেত্রে কঠোর অবস্থানে থাকবো এবং শাস্তিমূলক ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবো। এছাড়া যারা অংশগ্রহণ করছে তাদের আমরা ধন্যবাদ জানাতে চাই। কারণ তারা এত প্রতিকূলতার মধ্যেও লিগটাতে অংশগ্রহণ করছে। ’
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, জুন ২২, ২০২৪
এআর/এএইচএস