ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বাফুফের মনোনয়নপত্র বিতরণ শুরু ৯ অক্টোবর

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
বাফুফের মনোনয়নপত্র বিতরণ শুরু ৯ অক্টোবর

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে বইছে নির্বাচনী হাওয়া। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ।

আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে মননোয়নপত্র বিতরণ। চলবে ১২ অক্টোবর পর্যন্ত।

এবারও ২১টি পদে নির্বাচন হবে। ইতোমধ্যেই বাফুফে সভাপতি পদে লড়াই করার ঘোষণা দিয়েছেন তাবিথ আউয়াল এবং তরফদার রুহুল আমিন। তবে দুজনের কেউই নিজেদের প্যানেল কিংবা কারা তাদের সঙ্গী হবেন এমন কিছুই জানাননি। তফসিল ঘোষণার পরই সব জানাবেন বলেছিলেন তারা।

মনোনয়ন জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে ১৪ ও ১৫ অক্টোবর। ১৬ অক্টোবর মনোনয়ন যাচাই-বাছাই করা হবে। ১৭ অক্টোবরের মধ্যে মনোনয়নের বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে তা জানাতে হবে। মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের পর ১৮ অক্টোবর শুনানি করা হবে। মনোনয়ন প্রত্যাহারের সময় ১৯-২০ অক্টোবর। এরপর আর প্রার্থিতা বাতিল করা যাবে না।

মনোনয়পত্রের দাম আগের মতোই রাখা হয়েছে। সভাপতি পদে মননোয়নপত্রের দাম ১ লাখ, সিনিয়র সহ-সভাপতি  ৭৫ হাজার, সহ-সভাপতি ৫০ হাজার, সদস্য ২৫ হাজার। আগামী ২৬ অক্টোবর দুপুর ২ টা থেকে ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে অংশ নিতে প্রার্থীকে কমপক্ষে ২৫ বছর বয়সী হতে হবে। সর্বোচ্চ বসয়সীমা ৭২ বছর।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।