ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

ফুটবল

কোরিয়ান ফুটবলারকে ‘জ্যাকি-চ্যান’ বলায় ১০ ম্যাচ নিষিদ্ধ ইতালিয়ান ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
কোরিয়ান ফুটবলারকে ‘জ্যাকি-চ্যান’ বলায় ১০ ম্যাচ নিষিদ্ধ ইতালিয়ান ডিফেন্ডার

বর্ণবাদী গালি দেওয়ার কারণে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন ইতালিয়ান ডিফেন্ডার মার্কো কুর্তো। দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড হি-চ্যানের সঙ্গে এই ঘটনা ঘটে।

যার ফলে নিষেধাজ্ঞার পাশাপাশি সামাজিক সেবামূলক কাজ করা, ফিফা অনুমোদিত কোনো সংস্থায় ট্রেনিং নেওয়া ও শিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে হবে কুর্তোকে।

ইতালিয়ান এই ডিফেন্ডারকে নেওয়া নিষেধাজ্ঞার পাঁচ ম্যাচ কার্যকর হবে এখনই। বাকি পাঁচ ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। আগামী দুই বছরের মধ্যে আবার এরকম কিছু করলে তা কার্যকর করা হবে।  

গত জুলাইয়ে প্রাক-মৌসুম ম্যাচে ইতালিয়ান ক্লাব কোমোর সঙ্গে ইংলিশ ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সে ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটে। ম্যাচটির দ্বিতীয়ার্ধে উলভারহ্যাম্পটনের হোয়াংকে কিছু একটা বলেন কোমোর কুর্তো। সেটির সূত্র ধরে তাৎক্ষনিকভাবে মাঠেই গন্ডগোল লেগে যায়। পরে কোমোর এক ফুটবলারকে ঘুষি মেরে লাল কার্ড দেখেন উলভারহ্যাম্পটনের উইঙ্গার দানিয়েল পোদেস।

ম্যাচ শেষে ইতালিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ও উয়েফার কাছে অভিযোগ জানায় উলভারহ্যাম্পটন। তবে তারা ব্যবস্থা নিতে অপারগতা জানায়, যেহেতু ম্যাচটি তাদের আওতাধীন বা স্বীকৃত নয়। পরে কোরিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন এগিয়ে আসে এবং ফিফার কাছে অভিযোগ জানানো হলে তদন্তে বেরিয়ে আসে কুর্তোর বর্ণবাদমূলক আচরণের কথা।  

ওই ঘটনার পর কুর্তোর ক্লাব কোমো বিবৃতিতে জানিয়েছিল, হোয়াংকে স্রেফ ‘জ্যাকি চ্যান’ বলেছিলেন কুর্তো। কারণ তিনি শুনেছিলেন, উলভারহ্যাম্পটনের ফুটবলাররা হোয়াংকে ‘চ্যানি’ নামেই ডাকেন। কোমোর দাবি ছিল, অপমানজনক কোনো কিছুই কুর্তো বলেননি এবং উলভারহ্যাম্পটনের কিছু ফুটবলার যেভাবে ব্যাপারটাকে ‘তিল থেকে তাল’ বানিয়েছে, তা নিয়ে হতাশাও প্রকাশ করেছিল ইতালিয়ান ক্লাবটি।

কিন্তু ক্লাব হতাশা প্রকাশ করলেও ছাড় দেয়নি ফিফা। তদন্ত শেষে কুর্তোর দায় প্রমাণ হওয়ায় এই রায়কে স্বাগত জানান উলভারহ্যাম্পটনের ক্রীড়া পরিচালক ম্যাট ওয়াইল্ড।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।