ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

সভাপতি পদে মনোনয়নপত্র নিলেন তাবিথ আউয়াল 

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
সভাপতি পদে মনোনয়নপত্র নিলেন তাবিথ আউয়াল 

আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনকে সামনে রেখে চলছে মনোনয়নপত্র বিক্রি। প্রথম দিনে সভাপতি পদে কোনো মনোনয়নপত্র বিক্রি না হলেও আজ দ্বিতীয় দিনে সভাপতি পদে মনোনয়নপত্র নিয়েছেন তাবিথ আউয়াল।

যদিও তিনি নিজে আসেননি বাফুফে ভবনে। তার পক্ষ থেকে ফরম কিনেছেন নোফেল স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন।

দুদিনে সভাপতি পদের একটি ফরম বিক্রি হলো। দুপুর পর্যন্ত বেশ কয়েকটি সদস্যপদের মনোনয়নপত্র বিক্রি হয়েছে। শনিবার মনোনয়নপত্র বিতরণের শেষ দিন।

আগামীকাল শুক্রবার মনোনয়নপত্র বিক্রি বন্ধ থাকবে। শনিবার বিকেল পাঁচটা পর্যন্ত চলবে বিক্রি। ১৩ ও ১৪ অক্টোবর মনোনয়ন দাখিল করার সময়।

বাংলাদেশ সময় : ১৪০২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।