ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন তাবিথ আউয়াল

সিনিয়র করেসপন্ডেন্ট স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিলেন তাবিথ আউয়াল

আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনকে সামনে রেখে চলছে মনোনয়নপত্র জমা নিচ্ছে বাফুফে নির্বাচন কমিশন। প্রথম দিনে সভাপতি পদে কোনো মনোনয়নপত্র জমা না হলেও আজ দ্বিতীয় ও শেষ দিনে সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাবিথ আউয়াল।

যদিও তাবিথের পক্ষে তার ভাই তাজওয়ার আউয়াল মনোনয়ন জমা দিয়েছেন। তিনি আরামবাগ ক্লাবের সভাপতি। এবার আরামবাগ থেকে কাউন্সিলর হয়েছেন তিনি। ফুটবল সংগঠক হিসেবে ভাইয়ের কাছে তার প্রত্যাশা জানিয়ে বলেছেন, ‘আমি চাইব দেশের ফুটবলকে যেন তৃণমূল থেকে উন্নয়ন করা হয়। ফুটবল নিয়ে আমরা আশাবাদী। ফুটবলে কাজ করার অনেক জায়গা আছে। ’

কাউন্সিলর হিসেবে ভোটারদের কাছ থেকে অনেক ফোন পাচ্ছেন বলে জানিয়েছেন তাজওয়ার। তিনি বলেন , ‘আমাকে অনেকই ভোটের জন্য কল করছেন। আমি তাদের প্রথমেই জানতে চাচ্ছি আমার ভোটের বিপরীতে ফুটবলকে কী দেবেন। তাদের সঙ্গে কথা হচ্ছে। যাদের কথা ভালো লাগবে তাদের ভোট দেব। ’

বাংলাদেশ সময় : ১৪১১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এআর/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।