ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মন-মস্তিষ্ক দিয়ে খেলবে আর্জেন্টিনা

ওয়ার্ল্ড কাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪
মন-মস্তিষ্ক দিয়ে খেলবে আর্জেন্টিনা ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টিনার ডিফেন্ডার হাভিয়ের মাশ্চেরানো মনে করেন দীর্ঘদিন পরে কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোনো আর্জেন্টিনা জার্মানির বিপক্ষে ফা‌ইনালে সর্বোচ্চ দিয়ে খেলবে।

রোববার রিও ডি জেনিরোর ফাইনালে আর্জেন্টিনাই শেষ হাসি হাসবে বলেও আশাবাদী বার্সেলোনা তারকা মাশ্চেরানো।



আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে ফাইনাল ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বকাপ জয়ে আমরা হৃদয়-মন ও মস্তিষ্ক দিয়ে খেলবো। আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি এবং এটাকে আমরা সর্বোচ্চভাবে কাজে লাগাতে ‍চাই। পরিণতি কী হবে কা নিয়তিই জানে।

জার্মানির বিপক্ষে ফাইনালে খেলতে পেরে আনন্দিত জানিয়ে মাশ্চেরানো বলেন, আশা করি উৎসাহ উদ্দীপনা খেলে ম্যাচটি আমি উপভোগ করব।  

বিশ্বকাপ ফাইনাল খেলার দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে বলেও মন্তুব্য করেন তিনি।

সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ জার্মানি স্বাগতিক ব্রাজিলকে ৭-১ গোলের ঐতিহাসিক জয় নিয়ে ফাইনালে এসেছে।

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, জুলাই ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।