ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোহীন পর্তুগালের জয় দিয়ে শুরু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৮
রোনালদোহীন পর্তুগালের জয় দিয়ে শুরু ছবি: সংগৃহীত

উয়েফা ন্যাশন্স লিগে ইতালিকে হারিয়ে শুভ সূচনা করেছে পর্তুগাল। যদিও এ ম্যাচে ছিলেন না দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালাদো। তবে আন্দ্রে সিলভার একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেতে কোনো সমস্য হয়নি ইউরো চ্যাম্পিয়নদের।

সোমবার রাতে ঘরের মাঠ স্তাদিও দো স্পোর্ত লিসবোয়া ই বেনফিকাতে ইতালিকে আতিথিয়েতা দেয় পর্তুগাল। যেখানে এ’ লিগের গ্রুপ-৩ এর ম্যাচে মাঠে নামে দু’দল।

ম্যাচে অবশ্য আধিপত্য বিস্তার করেই জয় তুলে নেয় পর্তুগাল। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ গোলের বেশ কয়েকটি সুযোগ তৈরি করে তারা। তবে বিরতির পর ৪৮ মিনিটে ব্রুমার সহায়তায় জয়সূচক গোলটি করেন সিলভা।

নেশন্স লিগে ইতালিকে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে জায়গা করে নিয়েছে পর্তুগাল। ১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে পোল্যান্ড। ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে তিন নম্বরে আছে রবের্তো মানচিনির ইতালি।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, ১১ সেপ্টেম্বর, ২০১৮
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।