ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বার্সার ৭ জন খেলোয়াড় ‘বিক্রির জন্য নয়’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
বার্সার ৭ জন খেলোয়াড় ‘বিক্রির জন্য নয়’ ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে বিদায়ের পর থেকে বার্সেলোনায় রীতিমত ঝড় বয়ে যাচ্ছে। এরইমধ্যে বরখাস্ত হয়েছেন কোচ কিকে সেতিয়েন ও স্পোর্টস ডিরেক্টর এরিক আবিদাল।

কপাল পুড়তে যাচ্ছে আরও অনেকের।

ব্যর্থ এক মৌসুম শেষে বার্সেলোনায় বেশ বড়সড় পরিবর্তন আসছে। কোচ হিসেবে আসতে যাচ্ছেন নেদারল্যান্ডস জাতীয় দলের কোচ রোনাল্ড কোম্যান। তার আসার আগে কিংবা পড়ে দলের সিনিয়রদের অনেককেই বিদায় নিতে হবে। তাদের কারো নাম না প্রকাশ করলেও যারা থেকে যাচ্ছেন তাদের ব্যাপারে মুখ খুলেছেন বার্সা প্রেসিডেন্ট হোসে মারিয়া বার্তমেউ। জানিয়েছেন, এই গ্রীষ্মে ‘বিক্রির জন্য নয়’ এমন সাত খেলোয়াড়ের নাম।

বার্সা টিভিকে বার্তমেউ বলেন, ‘কে বিক্রির নয় নয়? লিওনেল মেসি। আমরা মার্ক-আন্দ্রে টের স্টেগান, নেলসন সেমেদো, ফ্র্যাঙ্কি ডি ইয়ং, ক্লেমেন্ট লেংলে, উসমানে দেম্বেলে এবং আতোঁয়া গ্রিজম্যানের কথাও বলছি। ’

তালিকায় আনসু ফাতির নাম নেই। তবে এই তরুণ ফরোয়ার্ডকে রেখে দেওয়ার কথা আগেই নিশ্চিত করেছিল বার্সা। ক্লাব প্রেসিডেন্টের কথা অনুযায়ী তাহলে বাকি থাকলো জর্দি আলবা, জেরার্ড পিকে, সার্জিও বুসকেতস, ইভান রাকিতিচ, আর্তুরো ভিদাল এবং লুইস সুয়ারেসের নাম। এই ক’জনের বিদায়ঘণ্টা তাহলে বাজলো বলে।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।