ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৩০০ রানের বেশি লক্ষ্য দেওয়ার আশা শ্রীলঙ্কার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
৩০০ রানের বেশি লক্ষ্য দেওয়ার আশা শ্রীলঙ্কার

সিলেট থেকে: প্রথম দিনেই বাংলাদেশের তিন উইকেট নিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় দিনে এসে ১৮৮ রানেই অলআউট করে স্বাগতিকদের।

এক্ষেত্রে বড় কৃতিত্ব লঙ্কান পেসারদের। ৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে মাঠে নামে বাংলাদেশ।  

এখন তাদের লিড পৌঁছে গেছে ২১১ রানে। হাতে আছে পাঁচ উইকেট। তৃতীয় দিন সকালে শুরুটাও করবে তারা। এ অবস্থায় কত রানের লক্ষ্য দেওয়ার আশা শ্রীলঙ্কার? এমন প্রশ্নের উত্তরে দলটির বোলিং কোচ দর্শনা গামাগে বলেন, ‘আমি মনে করি ৩০০+ ভালো স্কোর হবে ডিফেন্ড করার জন্য। ফলে আমরা এটাকে লক্ষ্য করে এগিয়ে যাব। ’ 

শ্রীলঙ্কার হয়ে সবগুলো উইকেটই নিয়েছেন পেসাররা। লাহিরু কুমারা নিয়েছেন তিনটি উইকেট। বাকি উইকেটের মধ্যে বিশ্ব ফার্নান্দো ৪টি, কাসুন রাজিথা ৩টি উইকেট নেন। তাদের প্রশংসায় ভাসিয়েছেন লঙ্কান কোচও।

তিনি বলেন, ‘হ্যাঁ তারা দারুণ বোলিং করেছে। সব ১০ উইকেটই তারা নিয়েছে। পিচে কিছুটা অসম বাউন্স ছিল। তারা বেসিক অনুযায়ী বোলিং করে গেছে এবং সাফল্য পেয়েছে। ’

‘গত কয়েক বছরে সে বেশ কিছু চোটের সঙ্গে লড়াই করে এখানে এসেছে। গত কয়েক মাসে তার সাথে আমরা কাজ করেছি তার ওয়ার্কলোড নিয়ে। টেস্ট ক্রিকেট খেলানোর জন্য। তাকে কিছু লম্বা স্পেল করানো হয়েছে টেস্ট ক্রিকেটের সাথে অভ্যস্ত করার জন্য। বর্তমানে সে দারুণ অবস্থায় আছে। ’

বাংলাদেশ সময় : ২০১১ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।