ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত আইপিএল: কোহলি বললেন, ‘আমরা ঐক্যবদ্ধ আছি’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, মে ৯, ২০২৫
ভারত-পাকিস্তান সংঘাতে স্থগিত আইপিএল: কোহলি বললেন, ‘আমরা ঐক্যবদ্ধ আছি’ বিরাট কোহলি/সংগৃহীত ছবি

ভারত-পাকিস্তান সীমান্তে হঠাৎ করে বেড়ে যাওয়া সামরিক উত্তেজনা এবং পাকিস্তানের দিক থেকে চালানো হামলার জেরে সাময়িকভাবে স্থগিত করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)- ২০২৫। দেশের এই সঙ্কটময় মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে সোচ্চার হয়েছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি।

ভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডে' জানিয়েছে- বৃহস্পতিবার রাতে পাকিস্তানের তরফ থেকে জম্মু, পাঠানকোট, পাঞ্জাব ও রাজস্থানের বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালানো হয়। সেই হামলা সফলভাবে প্রতিহত করে ভারতীয় সেনাবাহিনী, যার পর দেশজুড়ে তৈরি হয় সংহতির আবহ।  

এই আবহেই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিরাট কোহলি লেখেন, “এই কঠিন সময়ে আমরা আমাদের সশস্ত্র বাহিনীর পাশে আছি এবং তাদের সাহসিকতাকে কুর্নিশ জানাই। আমাদের দেশকে যেভাবে তারা রক্ষা করছেন, তাতে আমরা চিরঋণী। তাদের ও তাদের পরিবারের আত্মত্যাগের প্রতি রইল হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা। ”

কোহলির এই বার্তা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে ভারতের ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মাও সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশবাসীকে গুজবে কান না দেওয়ার এবং একতাবদ্ধ থাকার আহ্বান জানান।

এই ঘটনার সরাসরি প্রভাব পড়েছে আইপিএলে। বৃহস্পতিবার সন্ধ্যায় ধরমশালায় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের গুরুত্বপূর্ণ ম্যাচ চলাকালীন হঠাৎ করে বেজে ওঠে এয়ার রেইড সাইরেন। নিরাপত্তার স্বার্থে খেলা মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় এবং পরে পুরো টুর্নামেন্টই স্থগিতের সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

পাঞ্জাবের জন্য এই ম্যাচটি প্লে-অফ নিশ্চিত করার দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল, তবে খেলা বন্ধ হয়ে যাওয়ায় পয়েন্ট টেবিলে কোনো পরিবর্তন আসেনি।

বর্তমানে বিসিসিআই ও সরকারের মধ্যে আলোচনা চলছে—অবশিষ্ট ম্যাচগুলি আদৌ আয়োজন করা হবে কিনা, নাকি কোনো নিরপেক্ষ জায়গায় নিয়ে যাওয়া হবে, তা নির্ভর করছে পরিস্থিতির ওপর।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।