ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বল হাতে নেটে ফিরলেন মাশরাফি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, অক্টোবর ৫, ২০১৬
বল হাতে নেটে ফিরলেন মাশরাফি অনুশীলনে মাশরাফি-ছবি:শোয়েব মিথুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে অ্যাঙ্কেলের চোটে পড়া মাশরাফি বিন মর্তুজার ব্যাথা অনেকটাই কমে এসেছে। আজ থেকে বোলিং অনুশীলনও শুরু করেছেন এ ডানহাতি পেসার।

বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ককে ইংল্যান্ড সিরিজের শুরু থেকে পাওয়া যাবে কিনা-এ নিয়ে শঙ্কা ছিল সবার মাঝে। ইংল্যান্ড সিরিজ শুরুর ঠিক একদিন আগে বল হাতে নেটে নেমে শঙ্কার মেঘ উড়িয়ে দিয়েছেন।

তিনদিন বিশ্রাম নিয়ে আজ দলীয় অনুশীলনে ফেরেন মাশরাফি।

নেটে বোলিং করেছেন পুরোদমেই। প্রথমে ছোট রানআপে বল করলেও ধীরে ধীরে ফিরে এসেছেন স্বাভাবিক রানআপে।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে মাশরাফি জানিয়েছিলেন বড় কোনো সমস্যা হয়নি তার, ‘এরপর (পড়ে যাওয়ার পর) ছোট রানআপে বোলিং করেছি। বড় কোনো সমস্যা হয়নি বলে আশা করছি। কিছুদিন বিশ্রাম পেলে ঠিক হয়ে যাবে। ’

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে ব্যাথা নিয়েই বোলিং করেন মাশরাফি। চোটের পর অল্প সময়ের জন্য মাঠের বাইরে গেলেও ফিরে আবার বোলিং শুরু করেন এ পেসার।

ওই ম্যাচে ৬ ওভারে ১৫ রান দিয়ে নেন একটি উইকেট। চোটের আগে মোহাম্মদ শাহজাদকে বোল্ড করেন মাশরাফি।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ০৫ অক্টোবর, ২০১৬
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ