ওয়েস্ট ইন্ডিজ তারকাকে দলে ভিড়িয়েছে ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়নরা। কিন্তু কুমিল্লার হয়ে পুরো টুর্নামেন্টে খেলতে পারবেন না ব্রাভো।
আগামী ২ নভেম্বর বিপিএলের পঞ্চম আসরের পর্দা উঠবে। শিরোপা লড়াইয়ে নামবে আটটি দল। প্রতিটি টিমই নিজেদের স্কোয়াড শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় টি-টোয়েন্টির মেগাস্টার ব্রাভোকে দলভুক্ত করলো কুমিল্লা।
ইতোমধ্যেই বেশ কয়েকজন বিদেশি তারকাকে নিশ্চিত করেছে তারা। চ্যাম্পিয়নস ট্রফি জয়ী পাকিস্তানি ক্রিকেটারদের উপস্থিতি লক্ষ্যণীয়। শোয়েব মালিক, হাসান আলী, ফাহিম আশরাফ ও ইমরান খান জুনিয়র কুমিল্লার হয়ে খেলবেন। এছাড়াও আছেন শ্রীলঙ্কান আইকন অ্যাঞ্জেলো ম্যাথুস, নিউজিল্যান্ডের কলিন মুনরো এবং দুই আফগান মোহাম্মদ নবী ও আইপিএলের চমক দেখানো লেগস্পিনার আদিল রশিদ।
এর আগে আইকন ক্রিকেটার হিসেবে তামিমের সঙ্গে চুক্তি সম্পন্ন করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই সিজন কাটিয়ে নতুন ঠিকানায় নাম লিখিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এবার তিনি রংপুর রাইডার্সকে নেতৃত্ব দেবেন।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ৩১ জুলাই, ২০১৭
এমআরএম