ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ডকে গুঁড়িয়ে ফাইনালে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
ইংল্যান্ডকে গুঁড়িয়ে ফাইনালে অস্ট্রেলিয়া ছবি: সংগৃহীত

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা তিন ম্যাচে উড়ন্ত জয়ে ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। রাউন্ড রবিন পর্বে দু’বারের সাক্ষাতেই ইংল্যান্ডকে স্রেফ গুঁড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। মেলবোর্নে অনুষ্ঠিত শনিবারের (১০ ফেব্রুয়ারি) ম্যাচটিতে ১৩৮ রানের সহজ লক্ষ্যটা সাত উইকেট ও ৩৩ বল হাতে রেখে টপকে যায় ডেভিড ওয়ার্নারের দল।

ওপেনার ডি’আর্কি শর্ট ৩৬ ও অ্যারন ফিঞ্চ ৫ বলে ২০ রানের অপরাজিত ঝড়ো ইনিংসে মাঠ ছাড়েন। গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ২৬ বলে ৩৯।

ক্রিস লিন করেন ১৯ বলে ৩১। ২ রান করে শুরুতেই আউট হন অধিনায়ক ওয়ার্নার। ক্রিস জর্ডান দু’টি ও অন্য উইকেটটি নেন ডেভিড উইলি।

এর আগে টসে হেরে ব্যাটিং পেয়ে নির্ধারিত ওভার শেষে সাত উইকেটে ১৩৭ রানের সংগ্রহ দাঁড় করায় ইংলিশরা। সর্বোচ্চ ৪৬ রান করেন জস বাটলার। স্যাম বিলিংস ২৯, জেমস ভিঞ্চ ২১ রানে সাজঘরের পথ ধরেন।

তিনটি উইকেট দখল করেন ম্যাচসেরার পুরস্কার জেতা কেন রিচার্ডসন। বিলি স্ট্যানলেক দু’টি ও একটি নেন অ্যান্ড্র টাই। রানআউট হন ডেভিড মালান (১০)।

ফাইনালের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে অজিদের দ্বিতীয় ম্যাচ ১৬ ফেব্রুয়ারি (শুক্রবার)। ম্যাচটি হবে কিউইদের মাটিতে। অকল্যান্ডে খেলা শুরু বাংলাদেশ সময় বেলা ১২টায়। সিডনিতে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচটিতে (৩ ফেব্রুয়ারি) সাত উইকেটের দাপুটে জয় পায় অজিরা।

পয়েন্ট টেবিলে দুই ম্যাচেই জয়হীন ইংল্যান্ড। একটি ম্যাচই খেলেছে নিউজিল্যান্ড। দু’দল এখনো মুখোমুখি হয়নি। ১৩ ও ১৮ ফেব্রুয়ারি ম্যাচ দু’টি মাঠে গড়াবে যথাক্রমে ওয়েলিংটন ও হ্যামিল্টনে। শিরোপা নির্ধারণ হবে ২১ ফেব্রুয়ারি অকল্যান্ডে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, ১০ ফেব্রুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।