ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পুরোপুরি ফিট সাকিব, মাঠে ফেরার অপেক্ষা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
পুরোপুরি ফিট সাকিব, মাঠে ফেরার অপেক্ষা অনুশীলনে ব্যস্ত সাকিব ।ফাইল ফটো

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএলে) খেলার জন্য সাকিব আল হাসানকে বিসিবি অনাপত্তি পত্র (এনওসি) আগেই দিয়েছে। শুধু অপেক্ষা ছিল চিকিৎসকের ছাড়পত্রের। সেটা পেলেই তার আইপিএল খেলতে আর কোনো বাধা থাকবে না।

বুধবার (২০ মার্চ) সংবাদ মাধ্যমকে এতথ্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা বিভাগের প্রধান ও সাবেক অধিনায়ক আকরাম খান।

বিপিএল ষষ্ঠ আসরের ফাইনালে বাঁহাতের আঙুলে ব্যথা পাওয়ার পর প্রাথমিকভাবে তিন সপ্তাহের জন্য মাঠের বাহিরে ছিলেন সাকিব।

এরপর চলতি মাসের শুরুতে আঙুলে এক্সরে করলে সাকিবকে ২০ মার্চ পর্যন্ত বিশ্রাম দেওয়া হয়, যা শেষ হচ্ছে আজই (২০ মার্চ)।

৫ মার্চ থেকে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন করেন সাকিব আল হাসান। ফিটনেস থেকে শুরু করে ব্যাটিং, বোলিং সবই করেছেন।

আকরাম খান বলেন, ‘ডাক্তারের যে পরামর্শ ছিল ২০ তারিখ পর্যন্ত খেলতে পারবে না, ইদানীং তো প্র্যাকটিস করছে সে। আমার মনে হয় গত সাত দিন প্র্যাকটিস করেছে, ব্যাটিং বোলিংও করেছে। আজকে তো ডেটটা হয়ে গেছে, অতএব আমার মনে হয় ও ফিট। ’

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী সাকিবের ফিটনেস নিয়ে কোনো ধরনের শঙ্কার কথা জানাননি। তিনি বলেন, ‘গতকাল পর্যন্ত যতটুকু জানি ওর আঙুলের ব্যথা নিয়ে কোনো অভিযোগ নেই। আজকে আমাদের সঙ্গে আলোচনার কথা আছে। আমার মনে হচ্ছে না কোনো অভিযোগ থাকবে ওর। ’

তবে সাকিবকে ঝুঁকি না নেওয়ার পরামর্শ দিয়েছেন আকরাম খান। তিনি জানিয়েছেন,‘যাওয়ার আগে ওর (সাকিব) সাথে আলোচনা করবো যেন ও ফিটনেস নিয়ে বেশি কাজ করে। রিস্ক যেন কম নেয়। ওর যদি খারাপ লাগে ও যেন বলে দেয় আমার খারাপ লাগছে বা ফিট না হলে যেন না খেলে। আর ও তো বোঝে নিজের ভালটা এবং নিজেও কেয়ার করছে এটা নিয়ে। ’

আগামী ২৪ মার্চ নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘন্টা, মার্চ ২০, ২০১৯
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।